জম্মু, ৪ অক্টোবর (হি.স.): ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়াকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবক একজন আক্রমণাত্মক, অস্থির মানসিকতার। বললেন জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। মঙ্গলবার সকালে হেমন্ত কুমার লোহিয়া বাড়িতে যান ডিজিপি দিলবাগ সিং। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, তিনি (হেমন্ত কুমার লোহিয়া) গত কয়েকদিন ধরে তাঁর বন্ধুর বাড়িতে ছিলেন। রাতের খাবার খেয়ে আবার নিজের রুমে চলে যান। পরিচারক তাকে সাহায্য করার অজুহাতে তার ঘরে যায়।
ডিজিপি আরও জানিয়েছেন, এরপর পরিচারক ভেতর থেকে দরজা লাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপায় তাকে। অভিযুক্ত একজন আক্রমণাত্মক, অস্থির ব্যক্তি। তার ছবি মিডিয়াতে জারি করা হয়েছে।”
প্রসঙ্গত, অভিযুক্ত ইয়াসির আহমেদকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।