জম্মু, ৪ অক্টোবর (হি.স.): ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়াকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জম্মুর কানা চক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়ার পরিচারক ইয়াসির আহমেদ (২৩)-কে। ধৃতের বাড়ি জম্মুর রামবান জেলার হাল্লা গ্রামে।
জম্মু পুলিশ জানিয়েছে, ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়া খুনের পর থেকে কানা চক এলাকায় লুকিয়ে ছিল ইয়াসির। মঙ্গলবার সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, সারারাত বড়সড় তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। হেমন্ত লোহিয়া খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে জম্মু শহরের উপকন্ঠে নিজের বাড়ি থেকে হেমন্তের মৃতদেহ উদ্ধার হয়।