হেমতাবাদে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ১

হেমতাবাদ, ৪ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের মহিপুর সংলগ্ন বাসলি মোড় এলাকার ১০এ রাজ্য সড়কে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম আরও এক। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি বাইকে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে একজন বাইক আরোহী পলাতক বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অপর বাইক আরোহীকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। গুরুতর জখমকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাইকে থাকা পাঁচজন মদ্যপ অবস্থায় ছিলেন। এর জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদের নাম মিঠুন রায় ও বিশ্বজিৎ রায়। বাড়ি কালিয়াগঞ্জ থানার বালাস গ্রামে। জখমের নাম সঞ্জীব রায়। তাঁর বাড়ি কালিয়াগঞ্জ থানার মুদাফত গ্রাম পঞ্চায়েতের উত্তর গৌরিপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *