হলদিবাড়ি, ৩ অক্টোবর (হি.স.) : মহাষ্টমীতে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে পড়ল রাজ্য সড়কের উপর থাকা হলদিবাড়ি শহরের পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর আলোকসজ্জার বিশাল গেট। ঘটনার জেরে অল্পের জন্য রক্ষা পায় এক টোটো চালক। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পূর্বপাড়া এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে হলদিবাড়ি-মেখলিগঞ্জ রাজ্যসড়কের উপর বাঁশের গেট বানিয়ে রকমারি বিশাল আলোকসজ্জা লাগানো হয়েছে। এদিন সকালে হঠাৎ করে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে গেটটি রাজ্য সড়কের উপর পড়ে যায়। এতে সড়কটি অবরুদ্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুজো কমিটির হস্তক্ষেপে দ্রুত গেটটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। এদিনের ঝড় বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে হলদিবাড়িতে। আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। বৃষ্টি কমতেই মণ্ডপ সংস্কারের কাজে হাত লাগিয়েছে উদ্যোক্তারা।