BJP:বিহারে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ করবে বিজেপি: সুশীল মোদী

পটনা, ১ অক্টোবর (হি.স.) : বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামীকাল রবিবার পটনায় মহাত্মা গান্ধীর মূর্তির কাছে ১৫ মিনিটের নীরব বিক্ষোভ করবে বলে ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।

শুক্রবার বিহারের আরাহর ফ্রেন্ডস কলোনিতে আততায়ীদের গুলিতে বিজেপি নেতা তথা ঠিকাদার বাবলু সিং-এর উপর হামলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুশীল মোদী দাবি করেন, এ ধরনের গুলিবর্ষণের ঘটনা নিয়মিতই সামনে আসে। বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়মিত অবনতি হচ্ছে। পটনায় অনুষ্ঠিত বিনিয়োগকারীদের সভার স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে বালি মাফিয়াদের মধ্যে একটি হিংসাত্মক সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। অপরাধীরা এত শক্তিশালী ছিল যে নিজেরাই মৃতদেহ নিয়ে গেছে এবং পুলিশ আজ পর্যন্ত তাদের খুঁজে পায়নি। ওই এলাকায় অভিযান চালাতে গেলে তারা আবার পুলিশের উপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, বিহারের লোকেরা ভয় পাচ্ছে যে “লালু রাজ” রাজ্যে ফিরে এসেছে। তিনি বলেন, যেখানেই এই ধরনের অপরাধ হবে, দলের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে যাবেন। বাবলু সিংয়ের উপর হামলার প্রতিবাদে এটি একটি প্রতীকী প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *