নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর : একটি গ্যাস সিলিন্ডার সহ তিন চোরকে আটক করতে সক্ষম হলো পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গোপাল দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোর৷ এই ব্যপারে এন সি সি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ বুধবার রাতে এন সি সি থানার পুলিশ আটক করে চোর সহ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রেতাকেও৷ বৃহস্পতিবার ধৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়৷ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷
2022-09-29