নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : কিংবদন্তি ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর জীবন নিয়ে তিন পর্বের সিরিজ ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ প্রকাশের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অভিনন্দন জানিয়েছেন।
ফিফা মঙ্গলবার সুনীল ছেত্রীর জীবন ও কর্মজীবনের উপর ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ শিরোনামের একটি তথ্যচিত্র প্রকাশের কথা ঘোষণা করে বলেছে যে, এই পদক্ষেপটি ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে।
প্রধানমন্ত্রী মোদী টুইট করে লিখেছেন, “খুব ভাল সুনীল ছেত্রী! এটা অবশ্যই ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াবে।”
ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীর কিংবদন্তি ক্যারিয়ার ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ শিরোনামের একটি সিরিজের আকারে একটি নতুন স্তরের স্বীকৃতি পেয়েছে যা তিনটি পর্বের ব্যবধানে তার গল্পটি প্রদর্শন করবে।
ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার ঘোষণা করেছে যে ছেত্রীর কেরিয়ার এবং জীবন সম্পর্কে একটি সিরিজ ফিফা, তার স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ।
ফিফা বিশ্বকাপ টুইটারে লিখেছে, ‘আপনারা সকলেই রোনাল্ডো এবং মেসির ব্যাপারে জানেন। এ বার পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার গল্প জানবেন। সুনীল ছেত্রী। ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ এখন দেখতে পাবেন ফিফা প্লাসে।’
তিন পর্বের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সুনীলের ফুটবল-জীবনের নানা দিক। রয়েছে উত্থান-পতনের গল্প। রয়েছে তাঁর সংগ্রামের কাহিনি। সুনীল সম্পর্কে ফিফা বলেছে, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি।’ তাঁর ফুটবল-জীবনকে তিনটি ভাগে ভাগ করে তৈরি হয়েছে তথ্যচিত্রটি।
উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন সুনীল। ৩৮ বছরের সুনীলের আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যা ৮৪টি। রোনাল্ডো করেছেন ১১৭টি গোল এবং মেসি করেছেন ৯০টি গোল।

