ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ফাইনালে উঠলো জয়ৈং কামি। পরাজিত করলো ইউ বি নগরকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং বাড়ি স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন লড়াই হয় দুর্দান্ত। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ইকছুক্ষণ আগে রক্ষণভাগের ভুলে গোল হজম করে হারতে হলো ইউ বি নগরকে। ফলাফল ২-১। বিজয়ী দলের পক্ষে বিদ্যা ডার্লং এবং দেবরাজ জমাতিয়া গোল করেন। বিজীত দলের পক্ষে অকমাত্র গোলটি করেন অ্যারন ডার্লং। প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ অমিমাংশিত ছিলো। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। দুদলই এদিন উপভোগ্য ম্যাচ উপহার দেন ফুটবলপ্রেমীদের। আজ দ্বিতীয় সেমিফাইনালে রাইয়ো কামি খেলবে কাইপেং বুলাই দলের বিরুদ্ধে।
2022-09-29