ঝাড়গ্রাম, ২৯ সেপ্টেম্বর ( হি. স.) : ঝাড়গ্রামে ছয় নম্বর জাতীয় সড়কে দুটি পৃথক জায়গায় পুলিশের নাকা চেকিং করার সময় ৮১টি গোরু ও ৯ টি পিকআপ ভ্যান সহ মোট ১২ জনকে গ্রেফতার করেন পুলিশ। বৃহস্পতিবার ধৃত ব্যক্তিদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে ঝাড়গ্রাম থানার লোধাশুলি এলাকার ছয় নম্বর জাতীয় সড়কে পুলিশ নাকা চেকিং করার সময় ৬৯ টি ও ৭ টি পিকআপ ভ্যান সহ মোট ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করেন ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তিদের নাম রাজু হোসেন বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামচন্দ্রপুর, শেক সোনু বাড়ি ওই জেলার বসন্তপুর এলাকায়, বিমল কুমার, পাপ্পু রাজ, অনিল সিং, মহেন্দ্র সিং এদের প্রত্যেকের বাড়ি বিহারের ভোজপুর জেলায় এবং সুরাজ পাশওয়ান, সোনু কুমার শর্মা ও প্রমোদ কুমারের বাড়ি বিহারের রোহতাস জেলায়। অন্যদিকে ঝাড়গ্রাম মাণিকপাড়া ফাঁড়ি থানার পুলিশ বালিভাষা টোল প্লাজা এলাকায় নাকা চেকিং করার সময় ১২ টি গোরু ও ২ টি পিকআপ ভ্যান সহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেন মাণিকপাড়া ফাঁড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তিদের নাম মতিবুল আনসারি বাড়ি চিঁচিড়া, সাত্তার হোসেন বাড়ি চিচড়া এলাকায় এবং সিরাজুল আলি শা বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই দিন রাতে ঝাড়গ্রাম থানা পুলিশ লোধাশুলি ও মাণিকপাড়া ফাঁড়ি থানার পুলিশ বালিভাষা টোল প্লাজা এলাকায় নাকা চেকিং করার সময় গোরু সহ পিকআপ ভ্যান গুলিকে আটক করেন পুলিশ। সেই গোরু গুলির কোনো বৈধ কাগজপত্র না থাকায় দুটি পৃথক জায়গা থেকে গোরু ও পিকআপ ভ্যান সহ মোট ১২ জনকে গ্রেফতার করেন পুলিশ। ধৃত ব্যক্তিদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য গোরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য চলতি মাসের গত ২৭ তারিখ লোধাশুলি এলাকা থেকে ১১ টি ও একটি পিকআপ ভ্যান সহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

