কুলগাম, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : কুলগামের আহওয়াতু এলাকায় এনকাউন্টারে নিহত জৈশ-ই-মহম্মদ-র দুই সন্ত্রাসবাদী স্থানীয় ছিল। সন্ত্রাসীরা হলেন বাটপোড়ার বাসিন্দা মহম্মদ শফি গানাই ও তাকিয়া গোপালপাড়ার বাসিন্দা মহম্মদ আরিফ ওয়ানি।
এনকাউন্টার চলাকালীন সন্ত্রাসীদের গুলি চালানোর কারণে একটি শেডে থাকা সিলিন্ডারে আগুন ধরে যায়। এনকাউন্টার শেষ হওয়ার পরেও বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশের পরিপ্রেক্ষিতে বুধবার ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এডিজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কুলগামের আহওয়াতু এলাকায় একটি এনকাউন্টার হয়। আহওয়াতু এলাকায় দুই সন্ত্রাসীর লুকিয়ে থাকার খবরের পর অভিযান চালানো হয়। তিনি জানান, এখানে লুকিয়ে থাকা দুই সন্ত্রাসীই স্থানীয়। তাদের আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজি না হলে গুলি করা হয়।
বুধবারও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তা বাহিনী বলছে, বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।