গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : দেশ তথা জাতির স্বার্থে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-কে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানান, ইতিমধ্যে কামরূপ মেট্রো, বাকসা এবং করিমগঞ্জ জেলায় গড়ে তোলা পিএফআই এবং ক্যাম্পাস ফ্ৰন্ট অব ইন্ডিয়া (সিএফআই)-র কয়েকটি অফিস সিল করা হয়েছে।
ইসলামিক কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া এবং এর সহযোগী সংগঠনগুলিকে নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাহসী এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘এই আদেশের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলাম। কেন্দ্রীয় সরকার জাতির স্বার্থে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক, বিশেষ করে অমিত শাহজিকে ধন্যবাদ জানাই। অসম সরকার ইতিমধ্যেই ফলোআপ পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।’ তিনি জানান, পিএফআই সদস্য ও সমর্থকদের পাকড়াও অভিযান আরও তীব্র করা হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধন্তের ব্যাপারে ইতিমধ্যে সারা রাজ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমস্ত জেলা ফলোআপ পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। অসমের বিভিন্ন অঞ্চলে শান্তি বিঘ্নিত করতে পিএফআই এবং সিএফআই অশুভ নকশা তৈরি করেছিল। গরুখুটিতে যা ঘটেছিল যথাসময়ে তা কেন্দ্রকে জানানো হয়েছে। গরুখুটিতে সংঘটিত গোটা ঘটনার পিছনে পিএফআই ছিল। পিএফআই অনেককে উগ্রবাদী কার্যকলাপে শামিল করেছে, বলেন মুখ্যমন্ত্রী।
প্ৰসঙ্গক্ৰমে মুখ্যমন্ত্ৰী বলেন, আজ ২৮ সেপ্টেম্বর কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিএফআই এবং এর সহযোগী বা সহযোগী ফ্রন্টগুলি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে সহিংস সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। যা দেশের নিরাপত্তা এবং জনসাধারণকে বিপন্ন করতে যথেষ্ট৷ কেন্দ্রের আদেশ, পিএফআই-এর দেশবিরোধী কার্যকলাপ রাষ্ট্রের সাংবিধানিক কর্তৃত্ব ও সার্বভৌমত্বকে অসম্মান ও অবজ্ঞা করে। তাই সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
হিমন্তবিশ্ব শৰ্মা জানান, এই বিজ্ঞপ্তির মাধ্যমে পিএফআই অনুমোদিত ‘রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন’ (আরআইএফ), ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া (সিএফআই), অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল (এআইআইসি), ন্যাশনাল কনফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এনসিএইচআরও), ন্যাশনাল উইমেনস্ ফ্রন্ট (এনডব্লিউএফ), জুনিও ফ্রন্ট (জেএফ), এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন (ইআইএফ) এবং রিহ্যাব ফাউন্ডেশন কেরালা (আরএফকে)-কে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রাজ্যের নিরাপত্তা বাহিনীর সাথে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি গত কয়েকদিন ধরে মৌলবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অবিরাম অভিযান চালিয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগে প্রায় ২০০ জন সন্ত্রাসী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মধ্যে কেবল অসম থেকেই ৩৬ জন পিএফআই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে গতকাল ২৭ এবং ২২ সেপ্টেম্বর।