নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে ফের ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি হর্ষ মহাজন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন হর্ষ মহাজন।
বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন সাংবাদিক সম্মেলনে হর্ষ মহাজন বলেছেন, বিগত ৪৫ বছর ধরে আমি কংগ্রেসে ছিলাম। বর্তমানে নেতৃত্বহীন, দিশাহীন হয়ে পড়েছে কংগ্রেস। এখন কোনও মতাদর্শও নেই, তৃণমূল স্তরে কর্মীও নেই।” উল্লেখ্য, ৪ দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসে ছিলেন হর্ষ মহাজন।