করিমগঞ্জ (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলা প্রশাসন জেলার বদরপুর থানাধীন ভাঙ্গায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র একটি অফিস সিল করে দিয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবৰ্তী করিমগঞ্জ জেলা সদর সংলগ্ন লামাজুয়ার গ্ৰামের বজলুল করিম এবং বিশকূট গ্রাম থেকে আবু সালেহ আসানুজ্জামান নামের পিএফআই-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করার পর এই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, আজ ২৮ সেপ্টেম্বর বদরপুরের প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসারের উপস্থিতিতে পুলিশ ভাঙ্গায় পিএফআই অফিসে গিয়ে তালা সেঁটে সিল করে দিয়েছে। বদরপুর থনার ওসি জানান, রাজ্যের আটটি জেলায় এখন পর্যন্ত ৩৬ জন পিএফআই নেতা-কর্মী ও সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ জেলার রয়েছে দুজন। জেলায় আরও কয়েকজন ইসলামিক এই মৌলবাদী সংগঠনের সদস্য থাকতে পারে বলে সন্দেহ করেছেন পুলিশ অফিসার।
রাজ্যের অতিরিক্ত ডিজিপি (বিশেষ শাখা) হীরেন নাথের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গতকাল কামরূপ গ্রামীণ জেলা থেকে পাঁচ, গোয়ালপাড়া জেলা থেকে ১০, করিমগঞ্জ জেলা থেকে এক, দরং থেকে এক, ধুবড়ি থেকে তিন, বরপেটা থেকে দুই, ওদালগুড়ি থেকে এক এবং বাকসা জেলা থেকে দুই সহ মোট ২৫ জন পিএফআই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ২২ সেপ্টেম্বর অসমের বিভিন্ন স্থানে হানা দিয়ে ১১ জন পিএফআই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।
যে সব পিএফআই-এর নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধানো এবং সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার অপচেষ্টা ইত্যাদি অপরাধের দায়ে রাজ্য পুলিশের বিশেষ শাখায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১২০-বি, ১২৪-এ, ১৫৩-এ এবং ৩৫৩ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

