চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): চন্ডীগড় বিমানবন্দরের নামকরণ হয়ে গেল শহীদ ভগৎ সিংয়ের নামে। ২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী, এদিনই চন্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। বুধবার ভগৎ সিংয়ের ১১৫ তম জন্মবার্ষিকীতে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নামকরণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ ভগৎ সিং-এর নামে নামকরণের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর ঘোষণার পর বুধবার এই নামকরণ করা হয়েছে।
বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত, হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বিজয় কুমার সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজয় প্রমুখ। চন্ডীগড়ের সাংসদ কিরণ খেরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং ভগৎ সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বিমানবন্দরের নাম শহীদ ভগৎ সিং-এর নামে নামকরণে খুশি প্রকাশ করেছেন।