মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, ভারত দেশপ্রেমিকদের ভূমি। বুধবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে একনাথ শিন্ডে বলেছেন, “যে পিএফআই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়, দেশের মধ্যে এমন স্লোগান দেওয়ার কোনও অধিকার নেই তাদের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত দেশপ্রেমিকদের দেশ।”
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এদিন জানানো হয়, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কে নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যে দল দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।”
উল্লেখ্য, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র।