রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের অফিস কক্ষে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়ার সময় তাঁর স্ত্রী ও পুত্র সন্তান সেখানে উপস্থিত ছিলেন। এদিন গুলাম আলীও রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে শূন্য হওয়ায় বিপ্লব কুমার দেব উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন। ওই আসনে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সাংসদ ছিলেন। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ার তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন।

আজ বিপ্লব কুমার দেব হিন্দিতে শপথ বাক্য পাঠ করেছেন। গুলাম আলী ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেছেন। শপথ নেওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি দুই সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতি মন্ত্রী ভি মুরলীধরণ, ডোনার মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, রাজ্যসভার সেক্রেটারি জেনেরাল পি সি মোদী সহ পদস্থ আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *