চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (হি.স.): পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে আবারও পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশ করলেও বিএসএফের ৭৩ ব্যাটালিয়ন পাল্টা গুলি চালায় । ড্রোন লক্ষ্য করে দুটি হালকা বোমাও নিক্ষেপ করা হয়। মঙ্গলবার সকালেও বিএসএফ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায়।
বিএসএফ গুরুদাসপুর সেক্টরের ডিআইজি প্রভাকর যোশি জানিয়েছেন, সোমবার গভীর রাতে সীমান্তে পাকিস্তানি ড্রোনের শব্দ শোনা গেছে। এরপর মোতায়েন বিএসএফ সদস্যরা পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে ৪৪ রাউন্ড গুলি ছুড়ে এবং দুটি হালকা বোমা নিক্ষেপ করে। এই পোস্টের সামনে পাকিস্তানের নতুন জাফনা পোস্ট। যোশি জানান, বিএসএফ ও রামদাস থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চালায়।