Ishwar Chandra Vidyasagar:রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : রাজ্যে আজ যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। আগরতলার অরুন্ধতিনগর ড্রপগেইটে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা অমৃত দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক। নারীদের শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ প্রথা চলুর ক্ষেত্রে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত।

উদয়পুরের রাজর্ষি হলে রাজ্যভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান স্বরণীয় হয়ে আছে। বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক গোবেকার ময়ূর রতিলাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে প্রধান বক্তা রামঠাকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. চিত্রা পাল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের আধিকারিক পঞ্চপদ ত্রিপুরা। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যুইজ প্রতিযোগিতা।

খোয়াইয়ের পুরাতন টাউনহলে আজ যথাযোগ্য মর্যাদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপিকা ড. মণীদ্বিপা দত্তগুপ্ত, জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দীপঙ্কর ভট্ট াচার্য, জেলা শিক্ষা কার্যালয়ের আধিকারক ঋষিকেশ দেববর্মা প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করে জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ অনুসরণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের সদস্য পীযূষ কান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে।

আমবাসা টাউনহলে যথাযোগ্য মর্যাদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ)। উপস্থিত ছিলেন সহাকরি সভাধিপতি অনাদি সরকার, ধলাই জিলা পরিষদের সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মৃদুল দত্ত, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন মমতা দাস, আমবাসা পুর পরিষদের সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুমন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করে জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ বলেন, নারী শিক্ষার প্রসারে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব। এ উপলক্ষে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কৈলাসহর টাউনহলে আজ ঊনকোটি জেলাভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কার্যালয়ের আধিকারিক কার্তিক দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুকান্ত মলসই। অনুষ্ঠানে অতিথিগণ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে নেতাজী বিদ্যাপীঠ ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা পাল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তৃপন পাল ও বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী আয়েশা বেগম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *