নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : মানি লন্ডারিং মামলায় দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ দিলেন রাউজ অ্যাভিনিউ কোর্টের প্রধান জেলা ও দায়রা বিচারক বিনয় কুমার। প্রধান জেলা ও দায়রা জজ সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন শুনানির জন্য বিচারক বিকাশ ধুলের কাছে পাঠিয়েছেন।
২২ সেপ্টেম্বর ইডি-র দাবিতে রায় সংরক্ষিত রেখেছিল আদালত। সুপ্রিম কোর্টের আদেশের পর রাউজ অ্যাভিনিউ কোর্টের প্রধান জেলা ও দায়রা জজ বিনয় কুমার ২২ সেপ্টেম্বর ইডির আবেদনের শুনানি করেন। ইডি সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার বিচার বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েলের আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের আবেদন করেছিল। ইডি বলেছিল, সত্যেন্দ্র জৈন অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।