পূর্ণিয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.): স্বার্থপরতা ও ক্ষমতার রাজনীতির পরিবর্তে সেবা ও উন্নয়নের রাজনীতির পক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিহারের পূর্ণিয়ায় নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুক্রবার পূর্ণিয়ার জনসভা থেকে নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদবকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “আজ আমি বিহারে আসায় লালু ও নীতীশ জুটির পেটে ব্যথা হচ্ছে। তারা বলছে বিহারে ঝগড়া লাগাতে এসেছে, কিছু একটা তো করেই যাবে। লালুজি ঝগড়া লাগানোর জন্য আমার দরকার নেই, ঝগড়া লাগানোর জন্য আপনিই যথেষ্ট, আপনি সারা জীবন তো এই কাজই করেছেন।” কটাক্ষের সুরে অমিত শাহ বলেছেন, “লালুজির কোলে বসে পড়েছেন নীতীশ জি। বিহারে এখানে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তবে আমি বলতে চাই ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার রয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “বিহারের ভূমি পরিবর্তনের কেন্দ্রবিন্দু ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন হোক অথবা গণতন্ত্রের লড়াই, বিহারের মাটি থেকেই আন্দোলন শুরু হয়েছে।” অমিত শাহ বলেছেন, বিহারের এই জনসভা থেকে লালুজি ও নীতীশজিকে আমি বলতে চাই, এই যে বারবার দল বদল করছেন, এই প্রতারণা কোনও দলের সঙ্গে নয়, বিহারের জনগণের সঙ্গে করা হচ্ছে।” অমিত শাহ আরও বলেছেন, “নীতীশ জি আপনি ২০১৪ সালে একই কাজ করেছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন আসুক, বিহারের মানুষ আপনার এই জুটিকে সাফ করে দেবে। ২০২৫ সালেও বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”