দামেস্ক, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সিরিয়ার জলসীমায় লেবানন থেকে আসা একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রক বলেছে, নৌকায় থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং উপকূলীয় শহর টারতুসে চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার তারতুসের কাছে নৌকাটি ডুবেছিল। তল্লাশি অভিযান এখনও চলছে।
উদ্ধারকৃতদের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটি বেশ কয়েকটি দেশের নাগরিকদের নিয়ে লেবানন ছেড়েছিল। যদিও তাদের প্রকৃত গন্তব্য জানা যায়নি।
সিরিয়া প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে ১২০-১৫০ জন ছিলেন। যেখানে লেবানিজ, সিরিয়ানসহ অজ্ঞাত নাগরিকরা সবাই অজানা গন্তব্যে যাচ্ছিলেন।