কেরলে কংগ্রেসের হোর্ডিংয়ে সাভারকরের ছবি, তীব্র কটাক্ষ বিজেপির

তিরুবনন্তপুরম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বিনায়ক দামোদর সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরল বরাবর তাঁকে ছোট করতে চাওয়া কংগ্রেস । কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদদের মত স্বাধীনতা সংগ্রামী ও মণীষীদের সঙ্গে একই হোর্ডিংয়ে ঠাঁই পেয়েছেন সাভারকরও। যা নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির ।

কংগ্রেসের তরফ থেকে বর্তমানে রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর রয়েছেন কেরলে। সেখানে স্থানীয় কংগ্রেস রাহুল গান্ধীকে স্বাগত জানাতে রাস্তাঘাট পোস্টার, ফেস্টুনে ঢেকে দিয়েছে। রাস্তার ধারে বিশাল বিশাল হোর্ডিং দেখা যাচ্ছে। এরকমই একটি হোর্ডিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কোচির আলুভা-তে রাস্তার ধারে যে হোর্ডিং লাগানো হয়েছিল সেখানে রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদের পাশাপাশি রয়েছে সাভারকরের ছবিও। প্রসঙ্গত, যে সাভারকরকে এতদিন পর্যন্ত কংগ্রেস মহাত্মা গান্ধীর হত্যার অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে, তারই ছবি কংগ্রেস নামাঙ্কিত হোডিংয়ে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই কংগ্রেস তড়িঘড়ি ময়দানে নামে এবং সাভারকরের ছবিটি মহাত্মা গান্ধীর ছবি দিয়ে ঢাকে। কংগ্রেসের তরফ থেকে ঘটনার দায় চাপানো হয়েছে হোডিংটি যে প্রিন্ট করেছে তাঁর ওপর। যদিও এত কিছু করেও বিতর্ক এড়ানো যাচ্ছে না।

বিজেপির তরফ থেকে আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে এদিন জানান, অবশেষে দেরিতে হলেও বোধোদয় হয়েছে রাহুল গান্ধির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা আবার বলেন, সত্যি আর ইতিহাস সামনে চলে আসে যেভাবেই হোক। সাভারকার বীর ছিলেন। তাঁকে চেপে রাখা কোনভাবেই সম্ভব নয়।

প্রসঙ্গত সাভারকারের ছবি হোডিংয়ে আসা নিয়ে কংগ্রেস কার্যতই বড়সড়ো অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় রাজনীতিতে এই নিয়ে জমে উঠেছে চর্চা।-