হাফলং (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় অবৈধভাবে গাছ কাটতে গিয়ে বনবিভাগের হাতে আটক দুই চোরাকারবারি। ডিমা হাসাও জেলার উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংসোতে মঙ্গলবার রাতে পাইন গাছ কাটতে গিয়ে বনবিভাগের হাতে আটক হয়েছে দুই যুবক। এদের হেফাজত থেকে কাঠের পাশাপাশি গাছ কাটার একটি মেশিন বাজেয়াপ্ত করেছেন বন আধিকারিকরা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গাছ কাটা ও বনধ্বংসের উপর নিষেধাজ্ঞা জারি করলেও আদালতের এই নির্দেশ অমান্য করে চোরাকারবারিরা অবাধে গাছ কেটে বনধ্বংস অব্যাহত রেখেছে। বিশেষ করে উমরাংসো অঞ্চলে এভাবে অবাধে গাছ কেটে এ সব গাছ বহিঃরাজ্যে পাচার করছে একটি দুষ্টচক্র বলে দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে। আর এভাবে অবাধে বনধ্বংস চলার জন্য এর বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতির উপর। এভাবে গাছপালা কেটে বনধ্বংস করার জেরে এর ব্যাপক প্রভাব পড়ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। তাই অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বনধ্বংস বা গাছপালা কাটা রোধ করতে বনবিভাগ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার এভাবে উমরাংসো সংরক্ষিত বনাঞ্চলে সাতজনের একটি চোরাকারবারির দল অবৈধভাবে পাইন গাছ কাটতে গেলে বনবিভাগ এক অভিযান চালিয়ে দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে। তবে বন বিভাগ দুই চোরাকারবারিকে আটক করতে তাদের সঙ্গে থাকা অন্য পাঁচ সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে বনবিভাগের হাতে আটক দুই চোরাকারবারির কাছ থেকে বনবিভাগ একটি গাছ কাটার মেশিন উদ্ধার করে।