Chess:জাতীয় মহিলা দাবা কোলাপুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা এবছর হবে কোলাপুরে। ৮ নভেম্বর থেকে শুরু হবে আসর। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সঞ্জয় গোদাবত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হবে প্রতিযোগিতা। ইতিমধ্যে শেষ হয়ে গেছে রাজ্য মহিলা দাবা প্রতিযোগিতা। বাছাই হয়ে গেছে ত্রিপুরার দাবাড়ুদের। প্রসঙ্গত: রাজ্য আসরে প্রথম দুটি স্থান দখল করেছিলো মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ এবং আরাধ্যা দাস।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *