শিমলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : তুষারপাতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতি জেলা। বুধবার ভারী তুষারপাত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে বরলাচা পাস। তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে মানালি-লেহ ৩ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় বরফ জমে যাওয়ায় ও পিচ্ছিল হয়ে যাওয়ার কারণেই যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিমলায়, ওই দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিমলার পাশাপাশি হিমাচল প্রদেশের অন্যান্য জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবারও বৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশে, এরপর বুধবার তুষারপাত হয়েছে। তুষারপাতের ফলে সাদা বরফের চাদরে এদিন ঢাকা পড়ে যায় লাহাউল-স্পিতি জেলার বিভিন্ন অংশ।