নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বেপরোয়া একটি ট্রাক পিষে মারল ৪ জন নিরীহ মানুষকে। দিল্লির সীমাপুরীতে ডিটিসি ডিপো রেডলাইট পার হওয়ার সময় একটি অজানা দ্রুতগামী ট্রাক ৪ জনকে চাপা দেয় এবং রাস্তার ডিভাইডারে ঘুমন্ত অবস্থায় থাকা দু’জনকে আহত করেছে। বুধবার ভোররাত ১.৫১ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
দিল্লি পুলিশ জানিয়েছেন, ভোররাত তখন ১.৫১ মিনিট হবে, সীমাপুরীতে ডিটিসি ডিপো রেডলাইট পার হওয়ার সময় একটি ট্রাক ৪ জনকে পিষে দেয় এবং রাস্তার ডিভাইডারে ঘুমন্ত অবস্থায় থাকা দু’জনকে আহত করেছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় এবং চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়।
দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মৃতরা হলে ৫২ বছর বয়সী করীম, ছোটে খানস (২৫), শাহ আলম (৩৮) ও রাহুল (৪৫)। আহত দু’জন হলেন-মনীশ (১৬) ও প্রদীপ (৩০)। ট্রাকটিকে খুঁজে বার করতে একাধিক টিম গঠন করা হয়েছে ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।