নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর ৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে কলসীরমুখ এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলো ছাত্র ছাত্রীরা৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এডিসি ভিলেজের পূর্ব চরকবাই ফরমাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাগর দত্তের বদলির আদেশ বেশ হয়৷ এইখবর জানাজানির পর ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধে বসে৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও জোলাইবাড়ীর বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ৷ পরবর্তী সময় বিদ্যালয় পরিদর্শক আপাতত কিছুদিন যাবৎ শিক্ষক সাগর দত্তকে কিছুদিন বিদ্যালয়ে রাখবেন বলে প্রতিশ্রুতি দেন৷ এই পতিশ্রুতি পাবার পর পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্র ছাত্রীরা৷
এদিকে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজের সর্দারায় রিয়াং পাড়া জে বি সুকলে কর্মরত শিক্ষক কৃষ্ণ রিয়াংকে কোয়াইফাং সুকলে বদলি করা হয়েছে৷ এই কথা জানতে পেরে সোমবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে সাহায্যের হাত বারিয়েদিয়েছে অভিবাবকরা৷ জানা যায় বিগত দিনে এই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ছিলো৷ একজন বদলি হোওয়াতে শিক্ষকের সংখ্যা দারিয়েছে ৩৷ এর মধ্যে একজন শিক্ষক প্রতিনিয়ত অফিসের কাজে ব্যাস্তথাকায় বিদ্যালয়ে ক্লাস করতে হচ্ছে দুইজনকে৷ বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষকের দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচী৷ অভিবাবক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবী বিদ্যালয়ে শিক্ষক বদলি হলে অপর এক জন শিক্ষককে নিয়োগ করতে হবে৷ বিদ্যালয়ে শিক্ষক সল্পতা নামিটলে অনির্দিষ্ট কালের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে ছাত্রছাত্রীরা৷ এখন দেখার বিষয় বিদ্যালয়ে শিক্ষকের সল্পতা মেটাতে শিক্ষা দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে৷
2022-09-19