চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার রাতে পঞ্জাবের মোহালি জেলার চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পাঠরত আট মেয়ে শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। অভিযোগ, নিজের বন্ধু এবং সহপাঠীর দ্বারা অপমানিত হলে আত্মহত্যার চেষ্টা করে। অভিযুক্ত গত এক বছর ধরে ৬০ জন ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল করে টাকা কামাচ্ছিল। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সারারাত সড়কে তোলপাড় সৃষ্টি করে। হট্টগোল দেখে অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অভিযোগ, এই ছাত্র দীর্ঘদিন ধরে অন্য ছাত্রীদের স্নান করার ভিডিও তৈরি করে সিমলার এক যুবকের কাছে পাঠাচ্ছিল। এই ভিডিও ইন্টারনেট মিডিয়ায় তুলে দেন ওই যুবক। ছাত্ররা ইন্টারনেট মিডিয়ায় তাদের ভিডিও দেখে তিনি হতবাক হয়ে যান। এর মধ্যে আটজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। ছাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চণ্ডীগড় ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ছাত্রদের এই ঘটনাকে গুরুত্ব না দেওয়ার জন্য চাপ দিচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।