Devashilpi Vishwakarma:রাজ্যে মহা ধুমধামে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : ভাদ্রমাসের সংক্রান্তি তিথিতে প্রতি বছরের মতো এবারও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয়েছেন সমগ্র হিন্দু সম্প্রদায়ের জনগণ। রাজধানীর বিভিন্ন বাড়ি , দোকান এমনকি কারিগরি কলেজগুলিতেও এই পুজার আয়োজন করা হয়েছে।

গত দুই বছর করোনার কারনে পুজার আয়োজন কিছুটা কম ছিল। কিন্তু এবার দেশ সহ রাজ্য অনেকটাই সুস্থ। তাই সারম্বরে বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয়েছেন প্রায় প্রত্যেকেই। আর বিশ্বকর্মা পুজা মানেই বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসবের আরমাত্র কয়েকটা দিন। তাই বলা চলে এদিন থেকেই পুজার গন্ধ পাওয়া যাচ্ছে আকাশে বাতাসে।