কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসি দুর্নীতির তদন্তে শনিবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এস পি সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে শীঘ্রই জেরার সম্ভাবনা রয়েছে।
এসএসসি দুর্নীতির তদন্তে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন ছিল বলে সিবিআই সূত্রে খবর। এদিন নিজাম প্যালেসে একসঙ্গে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসসি পরামর্শদান কমিটির প্রাক্তন চেয়ারম্যান এস পি সিনহা।
উল্লেখ্য, এর আগে ওই ৩ জনকে আলাদা আলাদা করে জেরা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেইসময় তাঁরা যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। সেই অসংগতি দূর করার জন্য মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। জানা যাচ্ছে, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে ওই দুজনকে পার্থর মুখোমুখি বসানো হতে পারে। সিবিআইয়ের হাতে রয়েছে বেশকিছু প্রশ্ন। এর মধ্যে রয়েছে কোথা থেকে আসত চাকরি প্রার্থীদের নাম? কার নির্দেশে সুপারিশপত্র তৈরি হতো? শনিবার ফের আদালতে পেশ করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে।