নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বেকারত্বের কারণে দেশের যুবসমাজ আজ দিশেহারা। এখানে ৬০ শতাংশ যুবক হয় বেকার বা হতাশ হয়ে চাকরির আশা ছেড়ে দিয়েছে। দেশের তরুণদের এমন হতাশায় উদ্বেগ জানিয়েছে কংগ্রেস।
শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বলেন, দেশের যুবকরা প্রধানমন্ত্রী মোদীর উপর ক্ষুব্ধ। তাই আজ তিনি প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করছেন।
সুপ্রিয়া বলেন, প্রধানমন্ত্রী মোদী প্রতি বছর ২ কোটি চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার প্রতিশ্রুতি ভুলে গেছেন। তিনি বলেন, গত আট বছরে ২২ কোটি যুবক চাকরির জন্য আবেদন করলেও মাত্র ৭ লাখ লোক চাকরি পেয়েছে।
কংগ্রেস নেতা আরও বলেন, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী ৪২ শতাংশ যুবক বেকারত্বের মুখোমুখি। কেন্দ্রে এবং রাজ্যগুলিতে ৬০ লক্ষ সরকারি পদ খালি রয়েছে। এসব শূন্য পদে নিয়োগের মাধ্যমে বিপুল সংখ্যক যুবককে কর্মসংস্থান করে তাদের হতাশা দূর করা যাবে।