Blood Donation Camp:প্রধানমন্ত্রীর জন্মদিনে রক্তদান শিবির

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে শনিবার সদর যুব মোর্চার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যে বলেন, সারা দেশেই প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী পালিত হচ্ছে মহাসমারোহে। বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে বিজেপি দল। রাজ্যের সর্বত্র যুব মোর্চার উদ্যোগে বিভিন্নস্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন যুব মোর্চার সদস্যরা রক্তদান করেছেন।