নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ওয়াকফ আইনের কিছু বিধানের সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে দেবেন্দ্র নাথ ত্রিপাঠির দায়ের করা একটি আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদনের শুনানি করবে। এই পিটিশনে হাইকোর্ট ১২ মে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছিল।
ত্রিপাঠী পিটিশনে ওয়াকফ আইনের ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৪ এবং ১৬ (এ) ধারাকে চ্যালেঞ্জ করে তাদের অবৈধ ঘোষণা করতে চেয়েছেন। এর আগে বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ও একটি পিটিশন দায়ের করেছেন। প্রসঙ্গত, উপাধ্যায়ের একটি আবেদন ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল, আমরা সংসদকে আইন করতে বলতে পারি না।

