দু‌র্গোৎসব ও কা‌লীপূজা উপলক্ষ্যে শনিবার পাথারকা‌ন্দি সাৰ্কল প্রশাস‌নের নাগরিক সভা আহ্বান

পাথারকা‌ন্দি (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন শারদীয়া দু‌র্গোৎসব ও কা‌লীপূজা শা‌ন্তিপূর্ণভা‌বে পাল‌নের উদ্দে‌শ্যে পাথারকান্দি সার্কল প্রশাসন এক সর্বদলীয় ও নাগরিক সভা আহ্বান করেছে।

সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার এক পত্র মারফৎ তাঁর সরকারি কার্যাল‌য়ে আগামীকাল শ‌নিবার দুপুর ১২টায় এই বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন। পাথারকা‌ন্দি রাজস্ব সার্কলের আওতাধীন বিভিন্ন সর্বজনীন পুজো কমিটি, পুলিশ প্রশাসন, অসম সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগের কর্মকর্তা সহ সংবাদ প্রতিনিধিদের প্রস্তাবিত সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *