গন্ডাছড়া, ১৫ সেপ্টেম্বর : বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হন গন্ডাছড়া মহকুমার গুণরথ পাড়ার জনজাতি অংশের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কোম্পানি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। তাদের বদান্যতায় এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অসন্তোষ ব্যক্ত করেছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘ সাড়ে চার মাস ধরে এলাকার বেহাল বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ফিডকোর স্থানীয় কর্মকর্তাকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রয়োজনীয় কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাদের আরো অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ পরিষেবা না পেলেও বিদ্যুতের বিল নিয়মিত মিটিয়ে দিতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারটি দীর্ঘ সাড়ে চার মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এটি সারাইয়ের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
তাতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ বৃহস্পতিবার সকাল থেকে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তায় হাতির মাথা চৌমুহনীতে অবরোধ করেন। অবরোধের ফলে রাস্তার দুইদিকে দু’পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ছুটে যায়।
জানা যায়, বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া হাটবার। হাটবারে রাস্তা অবরোধের ফলে ব্যবসায়ীরাও তাদের অন্য সামগ্রী নিয়ে সময় মত বাজারে পৌঁছতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মকর্তা এবং গন্ডাছড়ার মহকুমা শাসক অবরোধস্থলে ছুটে যান। প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয় আজকের মধ্যেই গুণধরপাড়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার বসানোর উদ্যোগ গ্রহণ করা হবে। সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধকারীরা অবশ্য তাদের অবরোধ আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। প্রশাসনকে বারবার বিষয়টি জানানোর পরও প্রশাসনের তরফ থেকে ইতিবাচক কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনের শামিল হতে বাধ্য হয়েছেন। অবশেষে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় আটকে পড়া যানবাহন গুলি গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা হয়।