নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ডঃ তুন স্যামি ভেলুর-এর মৃত্যুতে শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, মালয়েশিয়ার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা মালয়েশিয়ার প্রথম প্রবাসী ভারতীয় সম্মানে সম্মানিত তুন ডাঃ এস. স্যামি ভেলুর মৃত্যুতে শোকাহত। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।