গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের মালিগাঁওয়ে এক শোকাবহ দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে। জালুকবাড়ি থানা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন বছর ৮৫-এর প্রৌঢ়। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে মালিগাঁওয়ের নিম্ন কামাখ্যা নার্সারি এলাকায় সংঘটিত হয়েছে। নিহত প্রৌঢ়কে নার্সারির রামদেব বৈশ্য বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, প্ৰতিদিনের মতো আজ সকালেও রামদেব বৈশ্য প্ৰাতঃভ্ৰমণে বেরিয়েছিলেন। প্রাতঃভ্রমণ শেষ করে তিনি রেলওয়ে ট্র্যাক পার হয়ে স্বগৃহে ফেরার সময় শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। ট্রেনের ধাক্কায় রামদেব বৈশ্যের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।
এদিকে দুৰ্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় কামাখ্যা স্টেশনে কর্তব্যরত আরপিএফ, জিআরপিএফের দল। তাঁরা প্রাথমিক তদন্ত করে ছিন্নভিন্ন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠিয়েছেন।