কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : সারা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধ করছি বিজেপি-র গুন্ডাদের দেখলে পুলিশে খবর দিন।” বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই সঙ্গে তিনি নবান্ন অভিযান নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতো তুলোধনা করেন। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি প্রসঙ্গে কুণালের মন্তব্য, “দিলীপের নখের যোগ্য নয় সুকান্ত, শুভেন্দু”।
কুণাল বলেন, “ফ্লপ নবান্ন অভিযান। তারপর দিশেহারা বিজেপি। পুলিশ মার খেয়েছে কিন্তু, গুলি চালায়নি। বিজেপি কর্মীরা নেতাদের নির্দেশে হামলা করেছে।“ দিলীপ ঘোষ প্রসঙ্গে কুণাল বলেন, “দিলীপ ঘোষকে ফের অক্সিজেন দিচ্ছে দিল্লি। আর আপনাকে (দিলীপ ঘোষ) টেক্কা দিতে না পেরে এরা জনজীবন বিপর্যস্ত করতে নেমেছে।” শুভেন্দু অধিকারীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, “মহিলা পুলিশের গল্প দিয়ে শুভেন্দু আত্মসমর্পণ করেছিলেন। এরপর নিজে লালবাজারে ছিলেন। পথে তাঁর নির্দেশে নেতারা অশান্তি করেছে।” বিজেপি-র দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নিজেদের মধ্যেই কোনও সমন্নয় নেই, তোপ দেগে এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল বলেন, “মহিলা পুলিশ বরাবর থাকে। এই প্রথমবার নয়। শুভেন্দু অধিকারী জানেন না? ওখানে তো পুলিশ পুলিশ কর্মীরাও ছিল। আসলে তিনি আগেভাগে ময়দান ছাড়তে চেয়েছিলেন।”