পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন পত্র জমার সময়সীমা শেষ, পয়লা মে শুরু হয়েছিল দাখিলের কাজ

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী বছরের পদ্ম পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে। এ বছর পয়লা মে থেকে এই মনোনয়ন দাখিলের কাজ শুরু হয়। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল awards.gov.in এ অনলাইন আবেদন গ্রহণ করা হয়। আগামী বছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে।

শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল awards.gov.in এ অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে পুরস্কার ও পদক শিরোনামেও এই বিষয়ে বিশদ বিবরণ পাওয়া যায়। বৃহস্পতিবারই সমাপ্ত হয়েছে ২০২৩ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *