নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী রবিবার আম আদমি পার্টির (আপ) ন্যাশনাল পিপলস কনফারেন্স অনুষ্ঠিত হবে। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সারাদেশের নির্বাচিত প্রতিনিধিদের প্রথম জাতীয় গণ সম্মেলন। এই সম্মেলনে কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সারা দেশে আপের সমস্ত নির্বাচিত বিধায়ক এবং রাজ্যসভার সাংসদ উপস্থিত থাকবেন।
এছাড়াও সারাদেশ থেকে নির্বাচিত কাউন্সিলর, জেলা পঞ্চায়েত সদস্য, চেয়ারম্যান, মেয়র, ব্লক প্রধান, পঞ্চায়েত প্রধানরাও সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে কেজরিওয়াল জনপ্রতিনিধিদের সঙ্গে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে দলের সংগঠনের শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল পিপলস কনফারেন্সের প্রস্তুতি পুরোদমে চলছে। এ সম্মেলনে সারাদেশের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সম্মেলনে বিজেপির অপারেশন লোটাস নিয়েও আলোচনা হবে।