নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র ডাকে নবান্ন অভিযানে শাসকদল তৃণমূল সরকারের পুলিশ যেভাবে বিজেপির নেতা-কর্মীদের উপর আক্রমণ করেছে, তাতে এটা পরিষ্কার যে বাংলায় নৃশংসতা এবং রাজনৈতিক অভ্যন্তরীণ হিংসা চরমে উঠেছে। বুধবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এমনই বলেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গতকাল বাংলা বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশাল অঞ্চল। কিন্তু মমতার নেতৃত্বে আইনহীন দেউলিয়া রাজ্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সীমান্তের বাইরে গণতন্ত্র বাঁচানোর কথা বলেন এবং বাংলার অভ্যন্তরে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে সমস্ত সীমা অতিক্রম করেছেন।
বিজেপি নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও কটাক্ষ করেন। তিনি বলেন, নীতীশ সরকারের মন্ত্রী এবং আরজেডি রাজ্য সভাপতির ছেলে খোলাখুলি বলছেন যে তাঁর সরকার চোরের এবং তিনিই এর রাজা। রবিশঙ্কর বলেন, নীতীশ কুমার তাঁর মন্ত্রীদের বিরুদ্ধে দমন করার সাহস করতে পারছেন না।

