Accident:চলন্ত ট্ৰেন থেকে পড়ে পাথারকা‌ন্দি‌তে মৃত্যু যাত্রীর

পাথারকা‌ন্দি‌ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির দক্ষিণ রেল গেটের কাছে চলন্ত ট্রেন থে‌কে পা পিছ‌লে নীচে প‌ড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীকে বারইগ্রাম এলাকার বান্দরকোণা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের বা‌সিন্দা, ক্ষুদ্র ব্যরবসায়ী আব্দুল মান্নান (৫০) বলে শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গে‌ছে, আজ বুধবার বি‌কেল তিনটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে চুড়াইবা‌ড়ি থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন আব্দুল মান্নান। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনটি পাথারকান্দি ‌স্টেশ‌নে ঢোকার প্রায় ৫০ মিটার আগে দরজা থেকে পা পিছ‌লে ‌চলন্ত ট্রেনের নীচে প‌ড়ে যান। নীচে পড়ে তি‌নি রে‌লের চাকার সংস্প‌র্শে আসায় পেটের না‌ড়িভু‌ড়ি বে‌রি‌য়ে পড়ে। বাম হাত দু টুকরো হয়ে গেছে।

ট্রেন চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় তা‌কে পাথারকান্দি প্রাথ‌মিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হাস‌পাতালের বেডেই মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন আব্দুল মান্নান। তার সাথে একটি বাজারব্যাগ ও কিছু কাগজ পত্র পাওয়া গে‌ছে। পরে রেল পু‌লিশ মৃত‌দেহের ময়না তদ‌ন্তের জন্য। ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *