স্থানীয় ভাষা এবং হিন্দি আমাদের সাংস্কৃতিক প্রবাহের প্রাণ : অমিত শাহ

সুরাট, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : স্থানীয় ভাষা এবং হিন্দি আমাদের সাংস্কৃতিক প্রবাহের প্রাণ। হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত দ্বিতীয় সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলনে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বুধবার গুজরাটের সুরাটে হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত দ্বিতীয় সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, “স্থানীয় ভাষা এবং হিন্দি আমাদের সাংস্কৃতিক প্রবাহের প্রাণ। আমরা যদি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের আত্মা বুঝতে চাই, তবে আমাদের সরকারি ভাষা শিখতে হবে। এগুলি বুঝতে হলে আমাদের স্থানীয় ভাষাগুলিকে শক্তিশালী করতে হবে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, সরকারি ভাষা এবং স্থানীয় ভাষা একসঙ্গে ব্রিটিশদের তৈরি করা ভাষার হীনমন্যতাকে উপড়ে ফেলবে, সেই সময় এসে গিয়েছে। জাতীয় শিক্ষা নীতি প্রসঙ্গেও এদিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “আমাদের অবশ্যই জাতীয় শিক্ষা নীতি ২০২০ খতিয়ে দেখা উচিত, প্রাথমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষার জন্য স্থানীয় ভাষা ব্যবহার করার বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এটিও উল্লেখ করা হয়েছে যে গবেষণার ক্ষেত্রেও স্থানীয় ভাষা ব্যবহার করা হবে।”অর্থ তছরুপ মামলায় দিল্লি পুলিশের দফতরে হাজিরা জ্যাকলিনের, জেরার মুখে অভিনেত্রী
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার দফতরে হাজিরা দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখেরের সঙ্গে বলিউড অভিনেত্রীর যোগের বিষয়ে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের তরফে প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কতবার যোগাযোগ হয়েছে, সে বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

সূত্রের খবর, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কনম্যান সুকেশের পরিচয় করান পিঙ্কি ইরানি। পিঙ্কি কীভাবে এবং কেন বলিউড অভিনেত্রীর সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের পরিচয় করান এবং আর্থিক তছরুপের বিষয়ে কী জানেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জ্যাকলিনের পাশাপাশি জেরার মুখোমুখি হতে বুধবার দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্স শাখার অফিসে হাজির হন পিঙ্কি ইরানিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *