Leopard:অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়িতে

ধূপগুড়ি, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকায় ছাগলের মৃতদেহ ও অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল এলাকায়। বুধবার ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন স্থানীয় মনিরুল হকের বাড়িতে ছাগলের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই নজরে পড়ে পায়ের ছাপ। স্থানীয়দের মধ্যে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। চা বাগানের ভেতরে বাঘ আস্তানা গেড়ে থাকতে পারে বলে মনে করেন এলাকাবাসী।বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের খবর দেওয়া হয়। জানানো হয় ধূপগুড়ি থানার পুলিশকেও। বন দফতরের এক আধিকারিক জানান, পায়ের ছাপ দেখে মনে হচ্ছে সেটি চিতাবাঘের। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।