Football:চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে দল বায়ার্ন মিউনিখ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মরসুমের সবচেয়ে বড় দলবদল রাবার্ট লেয়নডস্কির বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যাওয়া। তাই চ্যাম্পিয়ন্স লিগে যখন এই দুই দল একই গ্রুপে পড়ল, তখন থেকেই ফুটবলপ্রেমীদের নজর ছিল এই দুই দলের ম্যাচটির দিকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বায়ার্নের হোম গ্রাউন্ড আলিয়েঞ্জ এরিনায় জিতল টমাস মুলাররাই। তারা ২-০ গোলে হারাল বার্সেলোনাকে। দ্বিতীয়ার্দ্ধের খেলার শুরুতেই তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করলেন লুকাস হার্নান্ডেজ এবং সাদিও মানে। গতকাল রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-১ গোলে হারিয়ে দিল আয়াখস আমস্টারডমকে। লিভারপুলের হয়ে গোল দুটি করেন মহম্মদ সালাহ এবং জোয়েল মাতিপ। আয়াখসের গোলদাতা মহম্মদ কুদুস।

সারা বিশ্বের নজর ছিল বায়ার্ন-বার্সেলোনা ম্যাচের দিকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রবার্ট লেয়নডস্কি। বার্সায় যোগ দেওয়ার পর থেকে গোলের মধ্যেই আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন। লা লিগাতেও গোলের মধ্যে আছেন পোল্যান্ডের আধিনায়ক। কিন্তু বায়ার্ন তাঁকে গোল পেতে দিল না। সাতটি শট গোলে মেরেছেন রবার্ট। কিন্তু একটিতেও গোল হয়নি। বায়ার্ন জানত শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবে বার্সা। তাই শুরুর দিকে তারা একটু ডিফেন্সিভই ছিল। কিন্তু বিরতির পর বায়ার্ন খোলস ছেড়ে বেরোয়। ৫১ মিনিটে ফ্রি কিক থেকে জসুয়া কিমিচ বল ফেলেন সেন্টার ব্যাক লুকাস হার্নান্ডেজের মাথায়। হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুকাস। তিন মিনিট পরেই দ্বিতীয় গোল। লিভারপুল ছেড়ে বায়ার্নেে আসা সাদিও মানে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে হার মানান বার্সার গোলকিপার আন্দ্রে টার স্টেজেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *