অসম প্রদেশ যুব কং‌গ্রেস ক‌মি‌টির সম্পাদক প‌দে নিয়োজিত পাথারকা‌ন্দির প্রদীপ গোয়ালা

পাথারকান্দি (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : অসম প্রদেশ যুব কংগ্রেসের নবগ‌ঠিত ক‌মি‌টি‌তে সম্পাদক পদে নিয়োজিত হয়েছেন পাথারকান্দির প্রদীপ গোয়ালা। প্ৰদীপ গোয়ালা পাথারকান্দি বিধানসভা এলাকার যুব কংগ্রেসের সভাপতিও।

এদিকে প্রদীপ গোয়ালাকে প্ৰদেশ কমিটির গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত করার খব‌রে এলাকার কং‌গ্রেস কর্মী ও সমর্থক‌দের ম‌ধ্যে খু‌শির জোয়ার বইছে। প্রদীপ গোয়ালা ২০১২ সাল থে‌কে কংগ্রেস প‌রিবা‌রের সাথে যুক্ত। গত বিধানসভা নির্বাচনে তাঁর ভূ‌মিকা ছিল অসাধারণ। প্রদেশ ক‌মি‌টি‌তে গোটা বরাক উপত্যকার চা জনগোষ্ঠী থেকে একমাত্র প্রদীপ গোয়ালা‌কে নিয়োজিত করায় খু‌শি ব্যক্ত ক‌রে‌ছেন চা বাগা‌নের জনগণ।

এ‌দি‌কে নি‌জের পদ‌ন্নো‌তি‌তে প্রদীপ গোয়ালা উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকা‌ন্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা এবং প্রদেশ সভানেত্রী অঙ্কিতা দত্তকে পৃথক পৃথক বার্তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।