চালসা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার অসুস্থ কিং কোবরা । মঙ্গলবার দুপুরে মূর্তি থেকে খুনিয়া যাওয়ার রাস্তার পাশে ওই অসুস্থ সাপটিকে উদ্ধার করেন চালসার সর্পপ্রেমী দিবস রাই । পরে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন ।
জানা গেলে, মঙ্গলবার দুপুরে মূর্তি থেকে খুনিয়া যাওয়ার রাস্তার পাশে ওই সাপটি অসুস্থ অবস্থায় ছিল। খবর পেয়ে চালসার সর্পপ্রেমী দিবস রাই সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে। মেটেলি থানার পুলিশ কিং কোবরাটিকে গরুমারা নর্থ রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেয়। এরপর কিং কোবরাটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটি লম্বায় প্রায় ১১ ফুট। চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।