ইউক্রেনে ব্ল্যাক আউট, রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি

কিয়েভ, ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই পূর্ব ইউক্রেনের সুবিশাল এলাকা হঠাৎই বিদ্যুৎহীন হয়ে পড়ল রবিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ইউক্রেনের খারকিভ এবং পূর্ব দোনেস্ক ও সুমি অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য রাশিয়াকেই দায়ী করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ।

বলা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনী পূর্ব ইউক্রেনের কয়েক ডজন শহর এবং গ্রাম পুনরুদ্ধার করার পরেই এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে । খারকিভের আঞ্চলিক সরকারের তরফ থেকে জানা গিয়েছে, রাশিয়া খারকিভের পুরো অঞ্চল জুড়ে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে। বেশ কিছু জনপদে বিদ্যুৎ কিংবা জলের ব্যবস্থা এই মুহূর্তে নেই।

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে রাশিয়াকে বেসামরিক পরিকাঠামো লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে, এই বিদ্যুৎ বিপর্যয়ের কারনে খারকিভ সহ পূর্বাঞ্চলের প্রায় ৯ মিলিয়ন মানুষের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, বেসামরিক পরিকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা শহরের বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যাহত করেছে। পার্শ্ববর্তী সুমি অঞ্চলের গভর্নর বলেন, শুধুমাত্র একটি জেলায় ১৩০টিরও বেশি জনবসতি বিদ্যুৎবিহীন ছিল। যদিও ইউক্রেনের এই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *