কোরবা (ছত্তিশগড়), ১২ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার ভোর ৪টা নাগাদ ছত্তিশগড়ের কোরবা জেলায় জাতীয় সড়ক ১৩০-এ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুর থেকে সীতাপুরগামী হাইস্পিড মেট্রো বাসটি বাঙ্গো থানা এলাকার মাদাইয়ের কাছে পার্ক করা ট্রেলারকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় বাসটি পুড়ে যায়। এ দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১২ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুই মহিলা ও এক শিশু রয়েছে। খবর পেয়ে বাঙ্গো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।