দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে শিখর ধবন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে দেখা যাবে শিখর ধবনকে । বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য যে দল বাছা হবে, সেই দলের প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন ভিভি এস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হচ্ছে। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ২৮ সেপ্টেম্বর তিরঅনন্তপুরমে প্রথম টি-২০ তে মুখোমুখি হবে ২ দল। আগামী ২ অক্টোবর দ্বিতীয় টি-২০ ও ৪ অক্টোবর শেষ টি-২০ ম্যাচে খেলতে নামবে ২ দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে জাতীয় দলে ঢুকে পড়তে পারেন রাহুল ত্রিপাঠী।

আগামী ৬ অক্টোবর লখনউয়ে প্রথম এক দিনের ম্যাচে খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ৯ অক্টোবর রাঁচিতে ও ১১ অক্টোবর দিল্লিতে শেষ এক দিনের ম্যাচ হবে। চলতি বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ তে অভিষেক হওয়া উমরান মালিকের এবার একদিনের ফরম্যাটে অভিষেক হতে পারে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবারের কুড়ির বিশ্বকাপ চলবে। রোহিত শর্মার নেতৃত্ব খেলতে নামবে সেখানে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে থাকা প্লেয়াররা সবাই ৯ ও ১০ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য যাতে পর্যাপ্ত সময় পায় দল, তার জন্যই আগে উড়ে যাবে সেখানে ভারতীয় দল। সেখানে প্রস্তুতি ম্যাচও খেলবে রোহিত বাহিনী।